• আপডেট টাইম : 06/12/2024 02:48 PM
  • 131 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , লালমনিরহাট
  • sramikawaz.com

লালমনিরহাট সদর উপজেলার ফড়িং এর দিঘি বাজার এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ৪ জন মাদক কারবারি গ্রেফতার করেছে সদর থানা পুলিশ ।


০৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারকৃত আসামীদের আদালতের নির্দেশে কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি আব্দুল কাদের।

গ্রেফতারকৃত আসামীরা হল- আমবাড়ি এলাকার সাইফুল ইসলামের ছেলে শাহিন মিয়া, ওই এলাকার মমিনুলের পুত্র মিনার ইসলাম, আব্দুল মজিদের পুত্র ইউনুস আলী ও আব্দুল আউয়ালের পুত্র সুজন খন্দকার বরাত।


পুলিশ সূত্রে জানা যায়, বুধবার স্থানীয় ফড়িং এর দিঘি বাজারের লোহাকুচি স্কুল মাঠে চার যুবক মাদক সেবন করছিলো। সেখানে উপস্থিত হয়ে তাদের আটক করে পুলিশ।

আটকের পর তল্লাশি চালিয়ে তাদের কাছে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে যুক্ত থাকার কথা স্বীকার করে। পরে তাদের সদর থানায় নিয়ে আসা হয়।

ওই ঘটনায় লালমনিরহাট সদর থানার এসআই জাহাঙ্গীর আলম বাদি হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

পুলিশ উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত চার যুবক দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে যুক্ত থাকার কথা স্বীকার করেছে।

লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের বলেন, সদর উপজেলায় মাদক পরিবহন, বিক্রয় এবং সেবন নিয়ন্ত্রণে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...