কুষ্টিয়ায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. জহুরুল ইসলামের অনিয়ম, দুর্নীতি,স্বজনপ্রীতি ও বৈষম্যের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ০৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া শহরের রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বিদেশে ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. জহুরুল ইসলামের একচ্ছত্র আধিপত্য ও আত্মীয়করণের কারনে একাডেমিক, প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে।
পাশাপাশি ট্রাস্টি বোর্ডের নির্বাচন না হওয়া, শি ক্ষা প্রতিষ্ঠানটির জমি থাকা সত্বেও বিশ্ববিদ্যালয় কার্যক্রম নিজ স্ব ক্যাম্পাসে স্থানান্তরিত না করাসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসময় মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা আরো অভিযোগ করেন, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি কমিটি ৩ বছর পর পরিবর্তনের নিয়ম থাকলেও ৯ বছরে পরিবর্তন না হওয়ায় অন্তর্দ্ব›দ্ব ও অসন্তোষ বিরাজ করছে ট্রাষ্টিদের মধ্যে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাষ্টি সদস্য প্রফেসর ড. আবু সাঈদ মোহাম্মদ আলী, প্রফেসর ড. হালিমা খাতুন, বোর্ড অব ট্রাষ্টি মো. মনিরুজ্জামান সহ বিশ^বিদ্যালয়ের ৯সদস্যের বোর্ড অব ট্রাষ্টির মধ্যে ৭জন। মানববন্ধন শেষে কুষ্টিয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।