লালমনিরহাটে সচেতন নাগরিক কমিটি (সনাক), লালমনিরহাট এর উদ্যোগে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৩ ডিসেম্বর ২০২৪ শহরের জেলা পরিষদ মিলনায়তনে (পুরাতন) অনুষ্ঠিত ওই সভায় অংশগ্রহণকারী ১শ সেচ্ছাসেবকবৃন্দ দুর্নীতিবিরোধী সামাজিক কার্যক্রম বাস্তবায়নে স্বপ্না জামানের নেতৃত্বে একসাথে থাকার দুর্নীতিবিরোধী শপথ পাঠ করেন।
টিআইবি’র প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়,উক্ত সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক। স্বাগত বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি রাওয়ানা মার্জিয়া। সভার উদ্দেশ্য আলোচনা করেন টিআইবি’র কোঅর্ডিনেটর মো. আতিকুর রহমান এবং স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা, চ্যালেঞ্জ, শিক্ষণীয় বিষয় ও করণীয় নিয়ে আলোচনা করেন টিআইবি’র লালমনিরহাট জেলার এরিয়া কোঅর্ডিনেটর মো. মোরশেদ আলম।
সভায় বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান কেন্দ্রিক অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) সদস্যবৃন্দ কাজের অভিজ্ঞতা বিনিময় করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাক সদস্য ডা. মো. কাসেম আলী, অ্যাডভোকেট চিত্ত রঞ্জন রায় মন্টু, আশিক ইকবাল মিলন।
সভায় আরও উপস্থিত ছিলেন সনাক সদস্য মো. রফিকুল আলম খান স্বপন, মো. আব্দুল হাকিম, হাসিনা মাহবুব, রিয়াজুল হক সরকার, সাধনা রায়, রফিকুল ইসলাম।
সভায় লালমনিরহাট সনাকের সকল সনাক, এসিজি এবং ইয়েস সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
রিপোর্টঃ তৌহিদুল ইসলাম চঞ্চল, লালমনিরহাট