কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের উপস্থিতিতে প্রতিপক্ষের হামলায় হাজী আবু তাহের (৭০) নামে এক বৃদ্ধ আহত হয়েছেন।২৯ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের বেজপুর দক্ষিণপাড়া গ্রামে হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, বেজপুর দক্ষিণপাড়া গ্রামের রঞ্জু চৌকিদার. মুকুল, কামরুল, নয়ন আলী, খেতল, ফারুক হোসেন, নাবুল, শহিদুল ইসলাম, মহিদুল ইসলাম, টেঙ্গর, শফিক, রাশিদুল ইসলাম, ড্যানি, আসাদ ও রিয়ন সংগবদ্ধ হয়ে ২০১৫ সালে একই গ্রামের লুৎফর রহমান ও জাকির হোসেন নামে দু’জনকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
এ ঘটনায় সেসময় হামলাকারীদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা হলে স্থানীয়ভাবে তা মিমাংসা করা হয় এবং মিমাংসায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
ওই ঘটনার জের ধরে হামলাকারীরা প্রতিপক্ষের কাছে ১ কোটি টাকা চাঁদা দাবি করে।
চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে হামলাকারী দূবৃর্ত্তরা মাঠের ধানক্ষেতসহ ফসল লুটের হুমকি দেয়। হুমকির ঘটনায় ২৭ নভেম্বর দৌলতপুর থানায় অভিযোগ করা হলে অভিযোগের সূত্র ধরে দৌলতপুর থানা পুলিশ শুক্রবার দুপুর ১২টার দিকে বেজপুর দক্ষিণপাড়া গ্রামে ঘটনার তদন্তে যায়। সেসময় পুলিশের উপস্থিতিতে হামলাকারীরা সংগবদ্ধ হয়ে হাজী আবু তাহেরকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এসময় তারা বাড়ির সামনে থাকা আসবাবপত্র ভাংচুর ও লুট করে।
পরে আহত হাজী আবু তাহেরকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পুলিশের উপস্থিতিতে হামলার ঘটনায় আহত হাজী আবু তাহেরের ছেলে আবুল কাশেম বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে শুক্রবার রাতে দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছেন।