কুষ্টিয়ার মিরপুরে বিজিবি’র অভিযানে ১ কেজি ১১৫ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার হয়েছে। ২৮ নভেম্ববর বৃহস্পতিবার বিকেল ৪.৪০টায় কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়নের টহল দল মিরপুর রেলওয়ে ষ্টেশনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পুরমাণ এ মাদক উদ্ধার করে। তবে উদ্ধার হওয়া মাদকের সাথে জড়িত কেউ আটক হয়নি বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক-এর নির্দেশনায় সুবেদার কে এম আলম খানের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল মিরপুর রেলওয়ে ষ্টেশনে খুলনাগামী ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ট্রেনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ১ কেজি ১১৫ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করে যার আনুমানিক সিজার মূল্য ২২ লক্ষ ৩০ হাজার টাকা।
উদ্ধার হওয়া হেরোইন মিরপুর রেলওয়ে ষ্টেশন থানায় সাধারণ ডায়েরী করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছেন।