• আপডেট টাইম : 15/11/2024 06:09 PM
  • 233 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক: দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও ককটেল সহ ৩জনকে আটক করেছে। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পিয়ারপুর ও জগন্নাথপুর এলাকায় এ অভিযান অস্ত্র ও গোলাবারুদ সহ ৩জনকে আটক করা হয়।

১৫ নভেম্বর শু ক্রবার বেলা ১১টায় কুষ্টিয়া সেনাক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পিয়ারপুর ও জগন্নাথপুর এলাকায় অভিযান চালানো হয়।

এসময় দৌলতপুর বিএনপি’র প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাসের ছেলে ছাত্রদল নেতা জারিফ হাসান জেমি, নজরুল করিম বিশ^াসের ছেলে যুবদল নেতা আশরাফুল আলম সোহাগ ও মৃত সায়েদ আলীর ছেলে জাহাঙ্গীর আলমের বাড়িতে তল্লাশী চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্র, ১৯ রাউন্ড গুলি, ৯টি ককটেল ও ৪টি ম্যাগাজিন সহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় জারিফ হাসান জেমি (২৪), আশরাফুল আলম সোহাগ (৩৫) ও জাহাঙ্গীর আলম (৫৫) কে। পওে তাদের দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।

কুষ্টিয়া সেনাক্যাম্পের ক্যাপ্টেন সোহানুর জানান, বৃহস্পতিবার মধ্যরাত থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত কুষ্টিয়া সেনাবাহিনীর সদস্যরা জেলার দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ সহ ৩জনকে আটক করা হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...