• আপডেট টাইম : 14/11/2024 07:13 PM
  • 132 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক: দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে নদী ভাঙ্গনে ক্ষ তিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বিজিবি। ১৩ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার চিলমারী ইউনিয়নের উদয়নগর বিওপি পরিদর্শন শেষে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবীর এ অর্থ সহায়তা প্রদান করেন।

পরিদর্শনকালে তিনি পদ্মা নদীর ভাঙ্গনের ভয়াবহতা পর্যবেক্ষণ করেন এবং পদ্মার ভাঙ্গনেক্ষতিগ্রস্থ অসহায় ৪টি পরিবারকে ৬০ হাজার এবং ২টি পরিবারকে ৪০ হাজার টাকা সহ ১ লক্ষটাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মো. মারুফুল আবেদীন ও ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মাহবুব মুর্শেদ রহমান সহ বিজিবি’র কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক মো. আমিনুল হক ভূঁইয়া কুষ্টিয়া সফরকালে কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মাহবুব মুর্শেদ রহমান তাঁর সাথে সাক্ষাৎ করেন। এসময় নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে উভয়ের মধ্যে বিষদ আলোচনা হয়। আলোচনায় মহা-পরিচালক মো. আমিনুল হক ভূঁইয়া নদী ভাঙ্গন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।


একইসাথে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

নদী ভাঙ্গন রোধে ইতোমধ্যে উদয়নগর বিওপি ও তার পার্শ্ববর্তী এলাকার অস্তিত্ব রক্ষায় ৩৭০ মিটার নদী তীরবর্তী অংশে ৫৩ হাজার ৩৫৭টি জিও ব্যাগ এবং ১ হাজার ৫৯১টি টিউব ব্যাগ ফেলা হয়। আরো ১৭৩ মিটার অংশে জিও ব্যাগ এবং টিউব ফেলার কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...