• আপডেট টাইম : 12/11/2024 06:33 PM
  • 134 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , লালমনিরহাট
  • sramikawaz.com

লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার আলাউদ্দিননগর নামক স্থানে ফারি রেলওয়ে স্টেশনের পাশে রেললাইনে বসে মোবাইলে লুডু খেলার সময় সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে চার বন্ধুর মৃত্যু হয়েছে।


১১ নভেম্বর সোমবার সন্ধ্যায় ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম।

নিহতরা হলেন- পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামনগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)।

জানা যায়, প্রতিদিনের ন্যায় চার বন্ধু রেললাইনে বসে মোবাইল ফোনে লুডু খেলছিল। সে সময় পার্শ্ববর্তী ধানখেতে একটি ধান মারাইয়ের মেশিন চলছিল। ওই ধান মারাই মেশিনের উচ্চ শব্দের কারণে তারা ট্রেন আসার শব্দ শুনতে পারেননি। ফলশ্রুতিতে বুড়িমারী থেকে ছেড়ে আসা সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস টেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম জানান, নিহতদের পরিবারের লোকজন তাদের লাশ নিজ নিজ বাড়িতে নিয়ে গেছেন। লালমনিরহাট জিআরপি থানাকে দুর্ঘটনার বিষয়টি অবগত করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...