• আপডেট টাইম : 11/11/2024 06:41 PM
  • 154 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , লালমনিরহাট
  • sramikawaz.com

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অভিযান চালিয়ে একটি পলিথিন কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। সে সময় এক মেট্রিক টন পণ্য জব্দ ও ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রওজাতুন জান্নাত।

১১ নভেম্বর সোমবার দুপুরে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের দুরারকুটি কলোনি এলাকায় ওই অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজাদ হোসেন নামক এক ব্যক্তি আদিতমারী উপজেলার দুরারকুটি কলোনি এলাকায় কারখানা দিয়ে দীর্ঘ দিন যাবত নিষিদ্ধ পলিথিন উৎপাদন করে সারাদেশে সরবরাহ করছেন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে তাঁর সাথে পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এ সময় আজাদ হোসেনের পলিথিন কারখানা থেকে প্রায় এক মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পলিথিন উৎপাদনের অপরাধে কারখানা মালিক আজাদ হোসেনের ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানাও করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রওজাতুন জান্নাত জানান, নিষিদ্ধ পলিথিন কারখানা মালিক আজাদ হোসেনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ও উৎপাদন বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। জব্দ করা প্রায় ১ মেট্রিক টন পণ্যের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...