কুষ্টিয়ার দৌলতপুরে নবাগত ইউএনও মো. আব্দুল হাই সিদ্দিকী যোগদান করেছেন।১০ নভেম্বর রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি যোগদান করেন। এরআগে তিনি কুমিল্লার জেলার লাকসাম উপজেলায় কর্মরত ছিলেন।
বদলি সূত্রে মো. আব্দুল হাই সিদ্দিকী দৌলতপুর উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ পদন্নোতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বরিশাল জেলায় বদলি হওয়ায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের পদটি শুন্য হয়।
শুন্য পদে মো. আব্দুল হাই সিদ্দিকী যোগদান করলে দায়িত্ব বুঝে দেন পদন্নোতি পেয়ে বদলি হওয়া মো. ওবায়দুল্লাহ।
দৌলতপুরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকীর বাড়ি পাশর্^বতী মেহেরপুর জেলার গাংনী উপজেলায়।