• আপডেট টাইম : 10/11/2024 06:10 PM
  • 141 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক: দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আইনশৃক্সখলা বাহিনীর গুলিতে কুষ্টিয়া জেলায় নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সা ক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

০৯ নভেম্বর শনিবারদুপুরে ‘আমরা বিএনপি পরিবার’ এর কেন্দ্রীয় কমিটির আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে প্রতিনিধি দলটি কুষ্টিয়া শহরের দিশা টাওয়ারে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সা ক্ষাৎ ও নগদ অর্থ প্রদান করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তাদের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

আতিকুর রহমান রুমন বলেন, দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের জন্যে আমরা এই দ্বিতীয়স্বা ধীনতা পেয়েছি, ৭১’র পর এতো মানুষ কোনো আন্দোলনে প্রাণ দেয়নি। তিনি বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সারা দেশে শহীদ ও আহতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছিা

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ইতিপূর্বেও কুষ্টিয়ায় শহীদ ও আহতদের পরিবারকে জেলা বিএনপির পক্ষথেকে বিভিন্ন রকমের সহযোগিতা সহ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
আন্দোলনে কুষ্টিয়ায় মোট ১৬জন শহীদ হয়েছে, তার মধ্যে ১৫ জন বিএনপি পরিবারের, আজ সেই ১৫ জন শহীদ পরিবারের মাঝে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নগদ অর্থ প্রদান করা হলো।


এসময় উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মকলেছুর রহমান মিঠুন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...