• আপডেট টাইম : 09/11/2024 04:34 PM
  • 158 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক: দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে র‌্যাবের অভিযানে নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার হয়েছে। ০৮ নভেম্বর শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার আল্লারদর্গা বাজারে অভিযান চালিয়ে মো. ইসমাইল হোসেন ওরফে ইসমাইল সরদার (৫০) নামে ধর্ষণ মামলার ওই আসামিকে গ্রেফতার করা হয়।

সে ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়াড় গ্রামের মৃত মুক্তার সরদারের ছেলে এবং ক্ষেমিরদিয়াড় দক্ষিণপাড়া গ্রামের নাবালিকা মেয়ে ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামি।

র‌্যাব সূত্র জানায়, গত ২৮ সেপ্টেম্বর ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়াড় দক্ষিণপাড়া গ্রামে একজন নাবালিকা মেয়েকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ভেড়ামারা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয় যার নং-১০।

মামলার সূত্র ধরে র‌্যাব আসামি গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার এএসপি খন্দকার গোলাম মোর্ত্তুজার নেতৃত্বে র‌্যাবের অভিযানিক দল শুক্রবার গভীর রাতে দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে অভিযান চালিয়ে একটি চায়ের দোকান থেকে ধর্ষণ মামলার আসামি ইসমাইল সরদারকে গ্রেফতার করে।

পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভেড়ামারা থানায় হস্তান্তর করে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...