কুষ্টিয়ায় ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি। এ উপলক্ষে ০৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় আলোচনা সভা ও বর্নাঢ্য শোভাযাত্র অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে শহরের বিজয় উল্লাস চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।