• আপডেট টাইম : 06/11/2024 03:28 PM
  • 161 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক: দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

সদ্য ঘোষিত কুষ্টিয়া জেলা বিএনপির আহবয়াক কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পদবঞ্চিত প্রবীন ও ত্যাগী নেতারা।

০৬ নভেম্বরবুধবার বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামিমুল হাসান অপুর সভাপতিত্বে শহরের পাবলিক লাইব্রেরী মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্নসাধারন সম্পাদক কাজল মাজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চু, মিরাজুল ইসলাম রিন্টু, সহ-সম্পাদক নুরুজ্জামান হাবলু মোল্লা সহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা কুষ্টিয়া জেলা বিএনপির নবগঠিত কুতুব উদ্দিন ও জাকির সরকারের কমিটি বাতিল করে পুনরায় নতুন কমিটি ঘোষনার ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন।

অন্যথায় আরো কঠোর কর্মসূচি ঘোষণারও হুশিয়ারী দেন তারা। সমাবেশ শেষে কমিটি বাতিলের দাবীতে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মজমপুরে শেষ হয়। মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...