• আপডেট টাইম : 04/11/2024 03:03 PM
  • 142 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক: দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ১১ কোটি টাকা মুল্যের ২১ বোতল এলএসডি উদ্ধার করেছে বিজিবি।

০৩ নভেম্বর রোববার বিকেল সাড়ে ৪টার দিকে পোড়াদহ রেলওয়ে ষ্টেশনে ঢাকা গামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে তল্লাশী অভিযান চালিয়ে ৫০ এমএল বোতলের ২১ বোতল ভারতীয় এলএসডি এবং ১৯ পিস কম্বল উদ্ধার করা হয়।

কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান পিএসসি’র দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, বেনাপোল হতে ছেড়ে আসা ঢাকা গামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে এলএসডির একটি বড় চালান ঢাকায় পাচার হচ্ছে।

এমন গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র বিশেষ টহল দল পোড়াদহ রেলওয়ে ষ্টেশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে তল্লাশী অভিযান চালায়।

এসময় মালিক বিহীন অবস্থায় ৫০ এমএল বোতলের এর ২১ বোতল ভারতীয় এলএসডি ও ১৯পিস কম্বল উদ্ধার করে।

উদ্ধার হওয়া এলএসডি ও কম্বলের আনুমানিক সিজার মূল্য ১০ কোটি ৯৩ লক্ষ ১৪ হাজার টাকা নির্ধারণ করে পোড়াদহ রেলওয়ে ষ্টেশন থানায় সাধারণ ডায়েরি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...