• আপডেট টাইম : 30/10/2024 06:33 PM
  • 126 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক: দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাস থেকে ৯ বোতল সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি। সোমবার সকালে মিরপুরের শিমুলতলা এলাকা থেকে এ বিষ উদ্ধার করা হয়।

২৮ অক্টোবর সোমবার রাত সাড়ে ১১ টায় কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান পিএসসি’র বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুষ্টিয়ার দৌলতপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী আল আমিন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের শিমুলতলা এলাকায় থামিয়ে তাতে তল্লাশি অভিযান চালায় বিজিবি’র টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৫ মিলি লিটার বোতলের ৯ বোতল বিষ উদ্ধার করে বিজিবির সদস্যরা।

উদ্ধার করা বিষের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৪৬ লাখ ২৫ হাজার টাকা বলে জানানো হয় বিজিবির পক্ষ থেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...