মেহেরপুর থেকে অপহৃত শিশু কুষ্টিয়ার দৌলতপুর থেকে উদ্ধার করেছে বিজিবি। ১৪অক্টোবর সোমবার দিবাগত রাত ২টায় দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর পশ্চিমপাড়া গ্রামের বজলু খার ছেলে আসাদুজ্জামান (২৬) এর বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত শিশু মো. তামিম হোসেন (৬) কে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশু মেহেরপুর সদর উপজেলার ইসলামনগর গ্রামের জহিরুল হকের ছেলে।
বিজিবি সূত্র জানায়, মেহেরপুর থেকে অপহরণ হওয়া শিশু তামিম হোসেন দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর পশ্চিমপাড়া গ্রামের বজলু খার ছেলে আসাদুজ্জামান ও মো. সালামের ছেলে জনি শেখের বাড়িতে রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ মথুরাপুর বিওপি’র সুবেদার মো. মুজিবুল হকের নেতৃত্বে বিজিবি’র টহল দল ও পুলিশ যৌথ অভিযান চালায়।
এসময় আসাদুজ্জামানের বাড়ি থেকে অপহৃত শিশু তামিম হোসেনকে উদ্ধার করে বিজিবি ও পুলিশের যৌথ টিম। অভিযানে খবর পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায় বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে। পরে উদ্ধার হওয়া শিশুকে তার মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় অপরহরণকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে যার নং-১৪।