• আপডেট টাইম : 15/10/2024 12:27 PM
  • 127 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে ইউপি চেয়ারম্যান নঈমউদ্দিন সেন্টু হত্যা মামলার প্রধান আসামি তরিকুল ইসলাম টুকু (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব।

১৪ অক্টোবর সোমবার রাতে পাবনা জেলার সদর উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের মহির উদ্দিন ওফে মহির ঠাকুরের ছেলে।


তরিকুল ইসলাম টুকু দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈমউদ্দিন সেন্টু হত্যা মামলার এজাহার নামীয় ১নং প্রধান আসামি।

র‌্যাব সূত্র জানায়, গত ৩০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈমউদ্দিন সেন্টু (৫৮) কে নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করা হয়। হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যায় মামলা দায়ের করেন যার নং-১। মামলার আসামিদের গ্রেফতারে র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প গোয়েন্দা নজরদারি শুরু করে।

এরই সূত্র ধরে সোমবার রাত ১০.১০টায় র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় ইউপি চেয়ারম্যান হত্যার মূল পরিকল্পনাকারী ও ১নং এজাহার নামীয় আসামি তরিকুল ইসলাম টুকুকে পাবনা জেলার সদর উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...