• আপডেট টাইম : 13/10/2024 01:08 PM
  • 122 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , দৌলতপুর (কুষ্টিয়া )
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। ১২ অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর বাজারের নীচে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়,শনিবার বিকেলে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আলীনগর গ্রামের নীচে পদ্মা নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে নৌ পুলিশ বৈরাগীরচর বাজারের নীচে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় পরনে লুঙি ও গায়ে গেঞ্জি পরা ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। এসময় দৌলতপুর থানার এস আই জামাল সহ সঙ্গীয় পুলিশ উপস্থিত ছিলেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার হওয়া লাশে পরিচয় জানাতে পারেনি পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...