এমপিও সহ তিন দফা দাবিতে আগামী ১৫ অক্টোবর প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লংমার্চ করার ঘোষনা দিয়েছেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারশন।
১০ অক্টোবর শুক্রবার ১১ অক্টোবর বেলা ১১টায় কেন্দ্রীয় কমিটির নেতারা কুষ্টিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। ফেডারশনের সভাপতি নেকবর হোসেন সংবাদ সম্মেলনে জানান, গত ৩২ বছর ধরে বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্সের শিক্ষকরা বৈষম্যের শিকার।
বিগত সরকার আমলে শেখ পরিবারের নামে শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করন করা হলেও সারা দেশে এখনো ৪৫০ শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে ৩ হাজার শিক্ষক মানবেতর জীবনব যাপন করছেন। এমপিও না হওয়ায় তারা বেতন ভাতা পাচ্ছেন না। তাই অতি দ্রুত প্রতিটি কলেজে অনার্স শাখা থেকে ৫জন ও মাস্টার্স থেকে ৭জন শিক্ষককে এমপিও দিতে হবে।
শিক্ষক নেতারা আরো বলেন, ৬ অক্টোবর শি ক্ষাউপদেষ্টার সাথে দেখা করেও কোন আশ্বাস বানী শুনতে না পেয়ে হতাশ। ১৪ অক্টোবরের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এমপিওর ঘোষণা না আসলে পরদিন ১৫ অক্টোবর মার্চ টু যমুনা কর্মসুচী পালন করা হবে বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারশন কুষ্টিয়া জেলার সভাপতি এস এম দারুল ইসলাম, শিক্ষক নেতা আব্দুর রহমান, ইমদাদুল ইসলাম জোয়ার্দ্দার ও আব্দুর রহমান সহ অন্যরা।