‘শিক্ষকের কন্ঠ,স্ব শিক্ষয় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরেও বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ০৫ অক্টোবর শনিবার বেলা ১১টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভায় ¯স্বাগত বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. কামাল হোসেন। বক্তব্য রাখেন,
দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. শেফাইনুর আরেফীন, দৌলতপুর পাইলট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়ার আলী, মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদসহ বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠানের অন্যান্য শক্ষকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কোন সভ্য দেশের শি ক্ষাব্যবস্থায় বৈষম্য রাখা হয় না।
কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সরকারি-বেসরকারি নামে চরম বৈষম্য রাখা হয়েছে। বৈষম্যহীন একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকল শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, শিক্ষা কমিশন গঠন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষদের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকারের প্রতি আহবান জানান। আলোচনা সভার আগে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহর নেতৃত্বে একটি র্যালি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দৌলতপুর উপজেলা শিক্ষা পরিবার বিশ্ব শিক্ষক দিবসে উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।