• আপডেট টাইম : 02/10/2024 01:30 PM
  • 212 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক ,দৌলতপুর (কুষ্টিয়া )
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরের চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও বাহিনী প্রধান সহ সন্ত্রাসীদের দমন ও সন্ত্রাস নিয়ন্ত্রণে অগ্রণী ভূমিকা পালন করার কারণেই ইউপি চেয়ারম্যান নঈম উদ্দন সেন্টুকে গুলি করে হত্যা করা হয়েছে, এমন দাবি তার পরিবারের সদস্য,স্ব জন ও স্থানীয়দের।

৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর প্রশাসনের নিস্ক্রিয় ভূমিকার কারণে সন্ত্রাসীরা সংগঠিত হয়ে ফের মাথা চাড়া দিয়ে উঠে। এরই জের ধরে পরিকল্পিতভাবে চেয়ারম্যানকে হত্যা করা হয়েছে বলে তাদেও দাবি।


এ হত্যাকান্ডের মূল হোতা তরিকুল ইসলাম টুকু বলে স্থানীয় বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে এবং তাকে প্রধান আসামি করে একটি হত্যা মামলাও দায়ের করা হয়েছে। টুকুর পরিকল্পনায় ১৮ থেকে ২২ বছর বয়সী ৬-৭ জনের সন্ত্রাসী দল সরাসরি হত্যা বা কিলিং মিশনে অংশ নেয়।


সোমবার বেলা সাড়ে ১১টার দিকে প্রকাশ্য দিবালোকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নঈম উদ্দিন সেন্টু (৬৫)।


সরজমিনে এলাকায় গিয়ে সাধারণ মানুষ ও নিহত চেয়ারম্যান সেন্টুর পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানাগেছে, ২০০১ সালে বিএনপি
ক্ষমতায় আসার পর দৌলতপুর উপজেলার পদ্মার চরাঞ্চলে মাথাচাড়া দিয়ে ওঠে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠি ও সংগঠন (লালচাঁদ বাহিনী, পান্না বাহিনী, ছাপাত বাহিনী)।


এর মধ্যে অন্যতম ছিল লালচাঁদ বাহিনী। এর বাহিনী প্রধান ছিল লালচাঁদ নিজেই। সে চরাঞ্চলে ত্রাসে রাজত্ব কায়েম করে।

তৎকালীন সময়ে অভিযোগ উঠেছিল স্থানীয় বিএনপি নেতাদের আশ্রয় প্রশয়ে লালচাঁদ পদ্মার চরে এই সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে।

সেসময় দৌলতপুর উপজেলার চরাঞ্চলের মানুষ এই বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছিল। ওই বাহিনীর হাতে নির্যাতিত হয়নি এমন পরিবারের সংখ্যা ছিলনা বললেই চলে। ওই সময় চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টুও ওই সন্ত্রাসী বাহিনীর তোপের মুখে ও রোসানলে পড়ে।

এলাকায় শান্তি ফেরাতে সেন্টু চেয়ারম্যানের ভাই শিল্পপতি আব্দুর রাজ্জাকের মাধ্যমে তদবির করে ফিলিপনগর এলাকায় একটি র‌্যাব ক্যাম্প স্থাপন করেন।

এরপর র‌্যাবের সঙ্গে ক্রসফায়ারে বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়। বাহিনী প্রধান লালচাঁদ সহ তার বাহিনীর অনেকে নিহত হয় ও এলাকা ছেড়ে গা ঢাকা দেয়।

সন্ত্রাসী বাহিনী প্রধান লালচাঁদের মৃত্যুর পর চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু ও তার লোকজন সে সময় আনন্দ প্রকাশ করেন বলে স্থানীয় বিভিন্ন সূত্র জানায়।

তখন থেকেই সন্ত্রাসীদের ক্ষোভ দানা বাঁধে চেয়ারম্যান সেন্টুর ওপর।

এ ঘটনার প্রতিশোধ নিতেই দেশে রাজনৈতিক পট পরিবর্তন হলে ওই বাহিনীর সদস্যরা ফের সংগঠিত হয়ে চেয়ারম্যান সেন্টুকে হত্যার পরিকল্পনা করে।


এছাড়াও স্থানীয় কথিত বিএনপি নেতা লালচাঁদের ভাগ্নে হিসেবে পরিচিত তরিকুল ইসলাম টুকুর সঙ্গেও চেয়ারম্যান সেন্টুর বিরোধ ছিল।

সেন্টু বংশগতভাবে এলাকায় প্রভাবশালী হওয়ায়
ক্ষমতার পালাবদলের পরও টুকু খুব একটা সুবিধা করে উঠতে পারছিলেন না। তাই পথের কাঁটা সরাতে টুকু চেয়ারম্যান সেন্টুকে হত্যার পরিকল্পনা করে বলে নিহত চেয়ারম্যানেরস্বজন ও এলাকার লোকজন জানায়।


চেয়ারম্যান হত্যার মূল পরিকল্পনাকারী তরিকুল ইসলাম টুকর বাড়িু ফিলিপনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ঠিক পেছনে। টুকু ফিলিপনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে তিনি নিজের পরিচয় দিতেন বলে স্থানীয়রা জানান।


তবে এ বিষযে স্থানীয় বিএনপি’র কোন নেতা কথা বলতে রাজি হননি।

৫আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই টুকু এলাকার কিছু কিশোর ও উঠতি যুবকদের নিয়ে চল্লিশা বাহিনী নামে একটি গ্রপ তৈরি করেন। র‌্যাবের ক্রসফায়ারে নিহত লালচাঁদ বাহিনী প্রধান লালচাঁদের ছেলে রুবেল এই বাহিনী ও গ্রপের অন্যতম প্রধান সদস্য।


একটি সূত্র জানায়, কথিত বিএনপি নেতা তরিকুল ইসলাম টুকুর পরিকল্পনায় মোট ৬ জন সন্ত্রাসী চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু হত্যায় অংশ নেয়।


এদের মধ্যে যাদের নাম শোনা গেছে, ফিলিপ নগর গ্রামের সিদ্দিকের ছেলে সোহাগ ওরফে গিট্টু, আলতাফ সরদারের ছেলে রওশন, মহাসিন আলীর ছেলে নাঈম, জুয়াদ সরদারের ছেলে রিংকু, খেড়– মন্ডলের ছেলে রুসমান ও হাফিজুল সর্দারের ছেলে রাখি।

আওযামী লীগ সরকারের পতনের পর এই গ্র
পটি আবেদর ঘাট সহ বিভিন্ন হাট বাজার দখল করে নেয়। সেন্টু হত্যা মিশনে সন্ত্রাসী রওশন চোখের নীচে গুলি চালায় বলে এলাকার লোকজন জানায়।

এরা কয়েকটি মোটরসাইকেলে যোগে এসে প্রথমে চেয়ারম্যান সেন্টুর কার্যালয়ের পিছন দিকের খোলা জানালা দিয়ে খুব কাছ থেকে শর্টগানের গুলি চালায়।


এ সময় সেন্টু চেয়ার থেকে পড়ে যান। পরে ন্ত্রাসীরা তার কক্ষ ঢুকে আরো কয়েক রাউন্ড গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে। এরপর তারা মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়।

সূত্রগুলো জানায়, হত্যায় অংশ নেয়া সন্ত্রাসীদের নিরাপদে পৌঁছে দিতে অদূরেই পদ্মানদীতে নৌকায় অপেক্ষয় ছিলেন তরিকুল ইসলাম টুকু ও লালচাঁদের ছেলে রুবেল।

চেয়ারম্যান সেন্টুর নাতি ছেলে ফয়সাল আহমেদ জানান, ঘটনার সময় তিনি ইউনিয়ন পরিষদের খুব কাছেই ছিলেন।

তিনি প্রতিরোধের চেষ্টা করলে সন্ত্রাসীরা তার দিকে অস্ত্র তাক করে। সে সময় ভয়ে ও আতঙ্কে তিনি পালিয়ে যান।


নিহত সেন্টু চেয়ারম্যানের ছোট মেয়ে নাজিয়া সুলতানা বলেন, তারা বাবাকে সরিয়ে দিয়ে চেয়ারম্যান হতে চাইছিলেন তরিকুল ইসলাম টুকু। টুকু বেশ কিছুদিন ধরে তার বাবাকে বিভিন্ন ধরণের হুমকি দিচ্ছিল।

তাকে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতেও বলেছিল টুকু।


নিহত সেন্টুর ছোট ভাই আরমা গ্রপের চেয়ারম্যান ও শিল্পপতি আব্দুর রাজ্জাক সন্ত্রাসীদের মদদ দেয়া বন্ধ করার জন্য রাজনৈতিক নেতাদের অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন, কারা হত্যা করেছে সেটা এলাকার সবার জানা। হত্যাকান্ডের সাথে জড়িত প্রকৃত দোসীদের আইনের আওতায় আনার আহবান জানান তিনি। একইসাথে সন্ত্রাসীদের রাজনৈতিক মদদ দেয়া বন্ধেরও দাবি করেন।


০১ অক্টোবর মঙ্গলবার রাতে নিহত সেন্টুর ছেলে আহসান হাবিব বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন যার নং-১। দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করলেও আসামীর সংখ্যা ও তাদের পরিচয় মামলার তদন্তের
স্বার্থে পরে জানানো হবে বলে জানান। তবে থানার একটি সূত্র জানায়, মামলায় তরিকুল ইসলাম টুকুকে প্রধান আসামী করা হয়েছে। ১০জন আসামীর নাম উল্লেখ ছাড়াও আরো ১০-১২ জন অজ্ঞাত আসামী রয়েছেন।

হত্যার ঘটনায় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিরপুর সার্কেল) আব্দুল খালেক বলেন, পুলিশ ইতিমধ্যে চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু হত্যায় সরাসরি জড়িতদের চিহ্নিত করেছে। এছাড়াও ঘটনার পরিকল্পনাকারীরাও চিহ্নিত হয়েছে। খুব শিঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে।

তবে আইন শৃক্সখলা বাহিনী এখনই কার্যকর ব্যবস্থা না নিলে চরাঞ্চলের মানুষ আবারও সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে পড়বে এমনটি মনে করছেন ফিলিপনগরবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...