• আপডেট টাইম : 02/10/2024 11:42 AM
  • 159 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , দৌলতপুর( কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সতর্কতা জারি করেছে সীমান্তরক্ষী বিজিবি। ৩০ সেপ্টেম্বর সোমবার রাত ৯টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানিয়েছেন, বাংলাদেশী জনসাধারণকে সীমান্তের অপর প্রান্তে যেকোনো অনাকাক্সিক্ষত প্রাণহানিকারক পরিস্থিতি থেকে নিরাপদ থাকতে অবৈধভাবে অথবা অসতর্কতাবশত সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।


উল্লেখ্য, সীমান্তবর্তী একটি বৃহৎ উপজেলা দৌলতপুর। ১৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলার আয়তন ৪৬৮ বর্গ কিলোমিটার। এর মধ্যে প্রায় ৪৭ কিলোমিটার বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা আছে। এ সীমান্তের ভারত সীমানায় প্রায় অর্ধেক এলাকা এখনো কাঁটাতার বিহীন রয়েছে।

 

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...