কুষ্টিয়ার দৌলতপুর তাছের নামে এক ভন্ডপীরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ওলামা পরিষদ।
২৯ সেপ্টেম্বর রোববার বেলা সাড়ে ১১টায় দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দৌলতপুর ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফারুক হোসেন সিরাজীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম লাদবী, দৌলতপুর ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফারুক হোসেন সিরাজী, দৌলতপুর হেফাজত ইসলামের সভাপতি মুফতি আশরাফ আলী, দৌলতপুর ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ও দৌলতপুর ইমাম পরিষদের সভাপতি মাওলানা শামসুল হক।
মানববন্ধনে বক্তারা বলেন, বেশ কয়েক বছর আগে দৌলতপুর উপজেলার চরদিয়াড় গ্রামে তথাকথিত ভন্ডপীর দয়ালবাবা কল্যাণপুরী নামে তাছের আলী আস্তাানা গড়ে তোল। ভন্ড তাছের পীরের বিরুদ্ধে ধর্মের অপব্যাখ্যা, ইসলাম ধর্ম বিকৃতি, আস্তানায় অসামাজিক কর্মকান্ড ঘটানো, মাদক কারবারের সাথে জড়িত থাকা, জোরপূর্বক আস্তানার আশপাশ এলাকার জমি দখল করা, গুম-খুন ও ধর্ষণ সহ বিভিন্ন অশ্লীল কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অশ্লীল ও অসামাজিক কর্মকান্ড নির্বিগ্ন করে সে গড়ে তোলে সন্ত্রাসী বাহিনী।
তার আস্তানায় রাশেদ নামে এক যুবক হত্যার ঘটনা ঘটে। এ হত্যাকান্ড ভন্ড তাছের পীরের নিদের্শে হয়। হত্যার ঘটনায় দৌলতপুর থানায় মামলা হলে ভন্ড তাছের পীর এলাকা ছেড়ে পালিয়ে যায়। এসময তার আস্তানা ভেঙে গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা ও নির্যাতিত এলাকাবাসী।
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে ভন্ড তাছের পীর আবারও মাথা চাড়া দিয়ে উঠে। চরদিয়াড় গ্রামে আবারও আস্তানা গড়ে তোলার চেষ্টা করছে সে। তাই ধর্মের পব্যাখ্যাকারী, ইসলাম ধর্ম বিদ্বেষী ভন্ড তাছের পীর যাতে নতুন করে আস্তানা গড়ে তুলতে না পারে সে বিষয়ে প্রশাসনকে অবগত ও সতর্ক থাকার আহবান জানান ওলামা পরিষদ। পরে এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়ব্দুল্লাহ্ কাছে একটি স্মারকলিপি দেন ওলামা পরিষদের নেতৃবৃন্দ।