• আপডেট টাইম : 27/09/2024 07:25 PM
  • 39 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক ,
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরের আল্লারদর্গা আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালে ভুল চিকিৎসায় কুলসুম খাতুন (২৩) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে।

বুধবার রাতে ভুল অস্ত্রোপচারের কারণে ওই প্রসূতির মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ। এ ঘটনার প্রায় এক মাস আগে ভুল চিকিৎসায় আরও এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটে। এসব ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।

এক মাসের ব্যবধানে দুই রোগীর মৃত্যুর ঘটনা ও সেবার মান সন্তোষজনক না হওয়ায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ হাসপাতালের সব ধরনের অপারেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেস্বা স্থ্য বিভাগ। একইসঙ্গে ভুল অপারেশনে রোগীর মৃত্যুর ঘটনা তদন্তে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

৭ কার্য দিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে মিরপুর উপজেলা স্থ্য কর্মকর্তা ডা. পীযূষ কুমার সাহাকে।

বিভিন্ন অভিযোগের প্রে¶িতে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে স্বা¯স্থ্য বিভাগের পরিদর্শন টিম হাসপাতালে অভিযান চালায়। সন্ধ্যা পর্যন্ত চলা অভিযানে অভিযোগের সত্যতা পায় পরিদর্শন টিম। বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আকুল উদ্দিন।

এর আগে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকার আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় চিকিৎসকের ভুলের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন কুলসুম খাতুন। পরদিন বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে ওই প্রসূতির মৃত্যু হয়।

চিকিৎসকের ভুল ও অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনায়
ক্ষো ভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার ও স্বজনরা। এ ঘটনায় দোষী চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

তবে আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক বলেন, স্বাস্থ্যবিধি ও নিয়ম মেনে রোগীর সিজারিয়ান অপারেশন করা হয়েছিল। এখানে ভুল চিকিৎসা বা অবহেলার কোন কারণ ছিলনা।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...