কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাক ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এস আই শহিদুল ইসলাম মোল্লা (৫০) ও মসজিদের ইমাম বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী মনির হোসেন (২২) নামে ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৮ জন।
২৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর আলাউদ্দিন নগর কালুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশের এস আই শহিদুল ইসলাম মোল্লা মাগুড়া জেলার মৃত আনোয়ার হোসেনের ছেলে এবং সে দৌলতপুর থানায় কর্মরত ছিলেন। অপর নিহত মো. মনির হোসেন কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের ঝাউতলা মধ্যপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে এবং সে তেবাড়িয়া তিনগম্বুজ জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি সে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানাগেছে।
দূর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন কুমারখালী উপজেলার শিলাইদহের আসাদুল ইসলাম (৬০), চরচাপড়া গ্রামের মো. আরমান (৬০) ও তার স্ত্রী মালেকা খাতুন (৪৫), শেরকান্দি গ্রামের হাসেম আলী (৬০), খোকসা উপজেলার গোসাইডাঙ্গী গ্রামের মমতাজ বেগম (৪০), ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া গ্রামের মো. রুহুল আমিন (১৯) ও রিয়াজুল ইসলাম (৩০)।
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, বুধবার দুপুরে কুমারখালী গামী যাত্রী বোঝাই মাহেন্দ্র গাড়ি আলাউদ্দিন নগর কালুর মোড় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে মাহেন্দ্র গাড়ির চালক সহ ১০জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে এস আই শহিদুল ইসলাম মোল্লা ও মসজিদের ইমাম বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী মনির হোসেন মারা যান। বাঁকী আহতরা চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক ট্রাকটি হাইওয়ে পুলিশ আটক করলেও চালক পালিয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতার মর্গে প্রেরণ করা হয়েছে।