কুষ্টিয়ার দৌলতপুরে কলেজ ছাত্র রাব্বি (১৯) হত্যা মালার ৫ আসামিকে গ্রেপ্তার কেরেছে র্যাব।
মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগ এলাকা থেকে র্যাব- ১২ কুষ্টিয়া ও র্যাব-৩ এর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে রয়েছে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি মহিলা মাদ্রাসা পাড়া এলাকার মিজানুর রহমানের দুই ছেলে সোয়ায়েব বিশ্বাস (২৩) ও মাহি বিশ্বাস (৩২) এবং মুকুল মন্ডলের ছেলে মিদুল মন্ডল (১৯), কামাল মন্ডলের ছেরে রিদয় মন্ডল (২৫) ও শিমুল মন্ডলের ছেলে তানহা মন্ডল (২০)।
২৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
নিহত নিরব হোসেন রাব্বি একই ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামের মসলেম আলীর ছেলে। সে আল্লারদর্গা নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। গত ৩০ আগষ্ট রাতে দূবৃর্ত্তদের ধারাল অস্ত্রের আঘাতে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় রাব্বি। পরে ১৩ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হত্যার এ ঘটনায় নিহতের চাচা দৌলতপুর থানায় একটি মামলা করেন। মামলার সূত্র ধরে র্যাব তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া আসামিদের বুধবার দুপুরে দৌলতপুর থানায় সোপর্দ করেছে র্যাব।