কুষ্টিয়ার দৌলতপুর কলেজের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১টায় দৌলতপুর কলেজ শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর কলেজের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি ও দৌলতপুর কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. আজিজুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দৌলতপুর কলেজের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো. ফজলুর রহমান, দাতা সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো. নজরুল ইসলাম। মতবিনিময় সভায়স্ব গত বক্তব্য রাখেন, দৌলতপুর কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুস সালাম।
বক্তব্য রাখেন, দৌলতপুর কলেজের টিচার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক ও হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. আমিরুল ইসলাম, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক আনিসুর রহমান মিথুন, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুল আলম, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক স. ম. সরওয়ার, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক আহাদ আলী নয়ন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শরীফুল ইসলাম, অফিস সহকারী মনিরুল ইসলাম ও অফিস সহায়ক খলিলুর রহমান এবং ছাত্রদল নেতা আল আমিন।
সভায় কলেজের বিভিন্ন সমস্যা, অনিয়ম, দুর্নীতিসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
সভার সভাপতি মো. আজিজুল হকসহ ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ কলেজের বিভিন্ন সমস্যা দূরকরা সহ অনিয়ম, দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ^াস দেন। এর আগে সভাপতিসহ অন্যান্য সদস্যবৃন্দকে ফুল দিযে বরণ করা হয়।