কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা উপজেলায় পদ্মার নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙ্গনের মুখে পড়ে ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুরের সাহেবনগর এলাকায় ভেঙে পড়েছে জাতীয় গ্রীডের একটি বিদ্যুতের টাওয়ার।
টাওয়ারটি রক্ষার জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরে তদবির করে আসছিল। এছাড়াও ভাঙ্গনের কারণে হুমকির মুখে পড়েছে মিরপুরের সাহেবনগর, তালবাড়ীয়া বাঁধসহ ভেড়ামারার মসলেমপুর বন্যা নিয়ন্ত্রন বাঁধ বাঁধ। ভাঙ্গন অব্যহত থাকলে যে কোন সময় বিলীন হতে পারে বসতবাড়ি ও আবাদী জমি। গত সোমবার ভাঙ্গন রোধে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে কুষ্টিয়া-পাবনা মহাসড়কও অবরোধ ও বিক্ষোভ করেছিল এলাকাবাসী।