• আপডেট টাইম : 13/09/2024 02:32 PM
  • 135 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, দৌলতপুর( কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে কোটি টাকা মূল্যের ০৭টি দ্বিখণ্ডিত স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে বিজিবি-৪৭ কুষ্টিয়াব্যা টেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল পিএলসি মাহাবুব মর্শেদ রহমান স্বাক্ষ রিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

এর আগে ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর উপজেলা সীমান্তবর্তী চিলমারি ইউনিয়নের সুকারঘাট এলাকা থেকে ভারতে পাচারকালে তাদের আটক ও স্বর্ণের বারগুলো জব্দ করে চিলমারি বিওপি।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মরারপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে নজরুল ইসলাম (২০), ও কাজল বিশ্বাসের ছেলে সেলিম রেজা (২২)। তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের প্রস্তুতি ও উদ্ধারকৃত স্বর্ণের বার ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আটক ব্যাক্তিদের কাছ থেকে এক কেজি ৩৭৩ গ্রাম ওজনের ৭টি দ্বিখণ্ডিতস্ব র্ণের বার জব্দ করা হয়। এছাড়া দুটি মোটরসাইকেল, দুটি স্মার্ট মোবাইলসহ সিম কার্ড, নগদ এক হাজার ২২০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্যে এক কোটি ৪২ লাখ ১৯ হাজার ৫২৭ টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...