• আপডেট টাইম : 08/09/2024 01:53 PM
  • 286 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক , দৌলতপুরে( কুষ্টিয়া )
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে স্বে চ্ছাসেবক দলের আহবায়ক রাশেদুল হক শামীমকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃক্সখলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদুজ্জামান রুবেল ও যুগ্ম-আহবায়ক মাসুদ পারভেজ রতনকে বহিষ্কার করার কয়েক ঘন্টা পর দৌলতপুর উপজেলাস্বে চ্ছাসেবক দলের আহবায়ক রাশেদুল হক শামীমকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ০৮ সেপ্টেম্বর শনিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদীস্বে চ্ছাসেবক দলের কুষ্টিয়া জেলা শাখার দপ্তর সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল সা¶রিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,স্বে চ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ ও সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপলের সিদ্ধান্ত ক্রমে দৌলতপুর উপজেলা ¯ে^চ্ছাসেবক দলের আহবায়ক রাশেদুল হক শামীমকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়াও একই বিজ্ঞপ্তিতে স্বৈচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সাংগঠন বিরোধী, শৃক্সখলা পরিপন্থী, অপরাধমূলক কর্মকান্ড এবং সংগঠনের মর্যাদা ¶ুন্ন করার কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ আনা হলেও কী ধরণের শৃক্সখলা ভঙ্গ তা উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা স্বে চ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল জানান, দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজির অভিযোগ ও দলের নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগ পেয়েছিলাম। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সত্যতা প্রমাণ পাওয়ায় কেন্দ্রের নির্দেশক্রমে দৌলতপুর উপজেলা স্বৈ চ্ছাসেবক দলের আহবায়ক রাশেদুল হক শামীম কে বহিষ্কার করা হয়েছে।

এদিকে একইদিনে দৌলতপুর উপজেলা ছাত্রদল ও
স্বে চ্ছাসেবক দলের ৩ নেতাকে বহিস্কার করা হলে এনিয়ে দৌলতপুরে সর্বত্র আলোচনা সমালোচনার ঝড় বইছে। কেউ শৃক্সখলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে এমন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হলে দলের নাম ভাঙ্গিয়ে আর কেউ অপকর্ম করার সাহস পাবেনা বলেও অনেকে মন্তব্য করেছে।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...