কুষ্টিয়ার দৌলতপুরে র্যাবের পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ও জেলা পলাতক আসামি সহ ৩ জন গ্রেফতার হয়েছে এবং উদ্ধার হয়েছে ৮৮ বোতল ফেনসিডিল।
এসময় মাদক পাচারকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ০৭ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলার হোসেনাবাদ ও বাহিরমাদী গ্রামে অভিযান পুথক চালিয়ে জেলা পলাতক আসামি ও মাদকসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র জানায়, মোটরসাইকেল মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো. এনামুল হকের নেতৃত্বে র্যাবের আভিযানিক দল শনিবার সকাল ৫:৫০ টায় দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় অভিযানে ৮৮ বোতল ফেনসিডিল যার মূল্য আনুমানিক ২ লক্ষ ৬৪ হাজার টাকা এবং মাদক পাচারকাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী মো. শিমুল হোসেন (২৭) ও মো. দূর্জয় আহম্মেদ (১৯) কে গ্রেফতার করা হয়। এরা একই উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পুরাতন আমদহ সুপারী বাগানপাড়া গ্রামের মাহাবুল হক ও হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়াড় নতুনপাড়া গ্রামের সামছুল হকের ছেলে। পরে মাদক আইনে মামলা দিয়ে তাদের দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।
অপরদিকে শনিবার সকাল ৭.৩০টায় দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামে র্যাবের অপর অভিযানে জেল পলাতক আসামি আব্দুর রাজ্জাক (৪৭) কে গ্রেফতার করা হয়েছে। সে গত ৭ আগষ্ট কুষ্টিয়া জেলা কারাগার থেকে পালিয়েছিল। গ্রেফতার হওয়া জেল পলাতক আসামি আব্দুর রাজ্জাক একই গ্রামের মৃত আনসার আলীর ছেলে।
উল্লেখ্য, গত ৭ আগষ্ট কুষ্টিয়া জেলা কারাগার হতে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা ভেঙ্গে পালিয়ে যায়। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয় যার মামলা নং-১০।