কুষ্টিয়ার দৌলতপুরে ৭২০ বোতল ফেনসিডিল সহ আরিফুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
০২ সেপ্টেম্বর সোমবার ভোর ৫.১০টায় উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি গ্রামে অভিযান চালিয়ে মাদক সহ তাকে আটক করে র্যাব। এসময় মাদক পাচার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম একই ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে।
র্যাব সূত্র জানায়, মাইক্রোবাস যোগে মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে র্যাবের আভিযানিক দল মহিষকুন্ডি গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে অভিযানে মাইক্রোবাস আটক করে তার ভেতর থেকে ৭২০ বোতল ফেনসিডিল যাহার মূল্য আনুমানিক ২১ লক্ষ ৬০ হাজার টাকা, নগদ ১৭ হাজার টাকা এবং মাদক পাচার কাজে ব্যবহৃত মাইক্রোবাস সহ মাদক ব্যবসায়ী মো. আরিফুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে আটক আসামির বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয় এবং উদ্ধার হওয়া মাদক সহ আটক আসামিকে থানায় সোপর্দ করা হয়।