• আপডেট টাইম : 29/08/2024 07:32 PM
  • 58 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক ,দৌলতপুরে (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে নুরুজ্জামান বিশ্বাস গ্রপের এনবি অটো ব্রিকস কোম্পানির একটি টয়লেট থেকে রনি আহমেদ২৫ নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৮ আগষ্ট বুধবার দুপুরে উপজেলার আল্লারদর্গা এলাকার ওই কারখানার গেটে দায়িত্বরত গার্ড রুমের পাশের একটি টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয় ।

নিহত রনি অটো ব্রিকস কারখানাটির ওয়ার্কশপে কাজ করতো বলে জানিয়েছেন কারখানার কর্তক্যরত অন্যান্য শ্রমিক। সে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্করপাড়া এলাকার আহাদ ড্রাইভারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, বুধবার দুপুর ২টার পরে কারখানায় কাজ শেষ বাড়ি ফেরার সময় কারখানার গেটে কর্তব্যরত গার্ড শ্রমিকদের দেহ তল্লাশি করছিল।এসময় রনির দেহ তল্লাশি করে তার কাছে কারখানার কয়েকটি লোহার টুকরো পাওয়া গেলে তাকে গার্ড রুমে আটকে রেখে উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়। পরে তাকে গার্ড রুমে বসিয়ে রাখতে বলা হলে কারখানার অন্য শ্রমিকেরা রনিকে কটাক্ষ করে এবং তার সাথে দূর্ব্যবহার করে।
একপর্যায়ে রনি টয়লেটে যেতে চাইলে তাকে গার্ড রুমে পাশের টয়লেট যেতে দেওয়া হয়। অপমানের জ¦ালা সইতে না পেরে সে টয়লেটে গিয়ে তার প্যান্টের বেল্ট দিয়ে টয়লেটের ভেন্টিলেটরের সাথে পেচিয়ে শ^াসরোধে আত্মহত্যা করে। টয়লেট থেকে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলাস্বা স্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধারের বিষয়ে নুরুজ্জামান বিশ্বাস ব্রিকসের ডেপুটি জেনারেল ম্যানেজার মইনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি মিটিংয়ে আছেন ঘটনাটি এড়িয়ে যান। এরপর তিনি আর ফোন রিসিভ করেননি।

এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, আমরা মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...