কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে বিেক্ষাভ কর্মসূচি পালন করেছে হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষ শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় প্রধান শিক্ষকের বাড়ি সহ বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করার অভিযোগ করা হয়েছে।
আজ ২১ আগষ্ট বুধবার বেলা ১১টা থেকে শুরু হয়ে এই বিক্ষাভ কর্মসূচি চলে বিকেল ৪টা পর্যন্ত।
বিক্ষোভরত শিক্ষ শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় শিক্ষার্থীদের উপর চড়াও হয়ে তাদের ধাওয়া ও মারপিট করেন করেন প্রধান শিক্ষকের লোকজন। এতে অন্তত ৫ শিক্ষার্থী আহত হয়।
বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের নানা অনিয়ম, দুর্নীতি, প্রতিষ্ঠানের উন্নয়ন মূলক কাজে গাফিলতি, নিয়োগ বানিজ্য সহ নানা অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক রেজাউল করিমের বিরুদ্ধে। গত সোমবার ১৭ দফা দাবি আদায়ের লক্ষয়ে আমরা প্রধান শিক্ষকের কাছে একটি স্মারকলিপি প্রদান করি। এরই প্রে¶িতে বুধবার প্রধান শিক্ষক বহিরাগতদের নিয়ে স্কুলে প্রবেশ করে শিক্ষার্থীদের উপর চড়াও হয়। তাই আমরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়কে অবস্থান নিয়েছি।
বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা জানান, প্রধান শিক্ষকের নানা অনিয়মের অভিযোগে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করছে। তাদের দাবিগুলো যৌক্তিক, তাই আমরাও তাদের সাথে একাত্মতা ঘোষণা করে বিক্ষাভে অংশ নিয়েছি।
এবিষয়ে হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ গুলো মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, আমার কাছে শিক্ষার্থীরা যে দাবিগুলো নিয়ে এসেছিল তা নিয়ে বসতে চেয়েছিলাম।পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তা যে সিদ্ধান্ত নিবে আমি তা মেনে নিব।
এবিষয়ে জানতে ঘটনাস্থলে উপস্থিত দৌলতপুর উপজেলা মাধ্যমিক শি ক্ষাকর্মকর্তা (ভারপ্রাপ্ত) সফিউল ইসলাম বলেন, শিকাষার্থীদের আন্দোলনের কথা শুনে আমরা শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলতে এসেছি। তাদের দাবিগুলো শুনে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।
এক পর্যায়ে শিক্ষার্থীদের আন্দলোনের মুখে বিকেল সাড়ে ৩ টায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে তাদের দাবি ও আন্দোলনের বিষয়ে কথা বলেন এবং তাদের ঘরে ফিরে যাবার অনুরোধ করেন। পাশাপাশি প্রধান শিক্ষককে বৃহস্পতিবার বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির একটি জরুরী সভা ডেকে অব্যাহতি প্রদান করা হবে বলে তিনি উল্লেখ করেন। এমন সংবাদে শিক্ষার্থীরা বাড়ি ফিরে যান।