• আপডেট টাইম : 21/08/2024 01:43 PM
  • 203 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে আলামিন বিশ্বাস (৪৫) নামে একজন ট্রাক চালক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৪ জন।


২০ আগষ্ট মঙ্গলবার সকাল ৮দিকে কুষ্টিয়া শহরের বটতৈল বাইপাস এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক আলামিন ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার বাইরুপাড়া এলাকার গফুর বিশ^াসের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস গোল্ডেন লাইন বটতৈল বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাক চালক আলামনি নিহত হোন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাক চালকের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে এবং আহতদের হাসপাতালে ভর্তি করে।

দূর্ঘটনার বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি মাহাফুজুল হক চৌধুরী বলেন, নিহত ট্রাক ড্রাইভারের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে এবং আহতরা চিকিৎসাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...