• আপডেট টাইম : 30/07/2024 08:19 PM
  • 50 বার পঠিত
ছবি : ভুট্টা ক্ষেত।
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে সুপ্রীম সীড কোম্পানী লিঃ এর বায়রারের হীরামন ভুট্টার বীজ কিনে শত শত কৃষক ক্ষতিগ্রস্থ হওয়ার
অভিযোগ উঠেছে। উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চরদিয়াড় গ্রামের কৃষকরা ওই কোম্পানীর ভুট্টার বীজ কিনে তা জমিতে
রোপন করলে ভুট্টার গাছ হলেও তাতে ভুট্টার দানা না হওয়ায় তারা ব্যাপক ক্ষতির সন্মুখীন হয়েছেন। যার কারনে ক্ষতিগ্রস্থ ২৫জন কৃষক সুবিচার চেয়ে মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও দৌলতপুর কৃষি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।


অভিযোগ সুত্রে জানাগেছে, চরদিয়াড় গ্রামের কৃষক মনিরুল, জিয়ারুল, ইনারুল, আফফান আলী, জাকাত আলী, শিমুল, শামীম
রেজা, বাবু, তহিদুল, মারজেল, আজগর, আলমগীর সহ অনেক কৃষক উপজেলার তারাগুনিয়া বাজারের আল ইমরান ট্রেডার্স থেকে উচ্চ ফলনশীল ভুট্টার আশায় সুপ্রীম সীড কোম্পানি বায়রারের হীরামন ব্রী-৯১৪ ভুট্টার বীজ কিনে জমিতে রোপন করেন। ভুট্টার গাছ ভালো হলেও ভুট্টার কান্দিতে কোন দানা হয়নি। ফলে ভুট্টা চাষীরা ব্যাপক লোকশান ও ক্ষতির সন্মুখীন হয়েছেন।


ক্ষতিগ্রস্থ কৃষকরা আল ইমরান ট্রেডার্স এর স্বত্বাধিকারী আবু সুফিয়ানের সাথে যোগাযোগ করলে তিনি কৃষকদের বলেন,
আমি কোম্পানির সাথে যোগাযোগ করে দেখি তারা কেন এ ধরণে বীজ দিয়ে আমাদের ক্ষতি করলো। পরে বীজ ব্যবসায়ী আবু সুফিয়ান ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে নিয়ে এ ঘটনার সুবিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও দৌলতপুর কৃষি কৃর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন।


তবে এ বিষয়ে বীজ কোম্পানির সদস্যদের সাথে যোগাযোগ করা হলে তারা আবহাওয়া জনিত কারণে ও ভাইরাসে নষ্ট হতে পারে বলে মন্তব্য করেন।


অভিযোগের বিষয়ে দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা পরিদর্শন করেছি, কোম্পানির লোকদের সাথে যোগাযোগ করে কৃষকদের ক্ষতি পুসানোর ব্যবস্থা করবো।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...