• আপডেট টাইম : 29/06/2024 11:53 AM
  • 344 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ৫০ বোতল ফেনসিডিল সহ মো. জাব্বার ৪০ নামে একজন মাদক কারবারী আটক হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পাচারকাজে ব্যবহৃত ইজিবাইক। ২৮ জুন শুক্রবার সন্ধ্যার পূর্বে ভেড়ামারা উপজেলার গাছিয়া দৌলতপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সহ তাকে আটক করা হয় এবং জব্দ করা হয় একটি ইজিবাইক।


আটক মাদক কারবারী দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামের ইসলাম সরদারের ছেলে।

 

র‌্যাব সূত্র জানায়, মাদক ক্রয় বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল ভেড়ামারা উপজেলার গাছিয়া দৌলতপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ৫০ বোতল ফেনসিডিল (যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা) সহ মাদক কারবারী মো. জাব্বারকে আটক করা হয় এবং জব্দ করা হয় মাদক পাচারকাজে ব্যবহৃত তার ইজিবাইকটি। সে দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় মাদক ক্রয় বিক্রয় করে আসছিল বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে জাব্বার জানিয়েছে। এ ঘটনায় ভেড়ামারা থানায় মামলা দায়ের করেছে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...