• আপডেট টাইম : 18/06/2024 02:38 PM
  • 356 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, ঢাকা
  • sramikawaz.com

বেতন-বোনাসের জন্য  আন্দোলনে থাকা গাজীপুরের ন্যাশনাল কেমিক্যালের শ্রমিক মো: বাবুল মিয়া মৃত্যু হয়েছে।  সোমবার (১৭ জুন) দুপুরে নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে শ্বশুরবাড়িতে স্টোক হয়ে মৃত্যু বরণ করেন।

মো. বাবুল মিয়ার শ্রমিক সংগঠন গার্মেন্ট ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা এমএ সাহিন জানান, ৪ মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস আদায়ের দাবিতে ঈদের আগের দিন পর্যন্ত লড়ে যাওয়া গাজীপুরের ন্যাশানাল কেমিক্যাল ম্যানুফেকচারিং কোং লি.-এর বীর শ্রমিক ইউনিয়নের সদস্য মো. বাবুল মিয়া বেতন-বোনাস না পেয়ে অভাব-অনটনের মানসিক চাপে চাপে ছিলেন। এ অবস্থায় ১৭ জুন  ঈদের দিন দুপুর ১:৩০ টায় মৃত্যুবরণ করেন।

তিনি বলেন, বেতন-ভাতা ছাড়া দীর্ঘদিন আধা খাওয়া বা উপোষ করে পথে আন্দোলন করছিলেন বাবুল মিয়া। এর ফলে কখনো খেয়ে, কখনো আধা খেয়ে দিন পার করছিলেন। এ অবস্থায় বাবুল মিয়া শারীরিক, পারিবারিক, আর্থিক  চাপে ছিলেন।

এ অকাল মৃত্যুর জন্য কা্রখানার মালিক ও সরকার দায় এড়োতে পারে না।

তিনি  এই অকাল মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও মালিকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

বাবুল মিয়ার মরদেহ বরিশালে নিজ বাড়িতে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...