• আপডেট টাইম : 17/06/2024 08:42 AM
  • 242 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়া পৌর কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। আজ সোমবার ১৭ জুন সকাল ৭.৩০টায় ঈদগাহে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশ নেয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বিএনপির নতুন কমিটি গঠন প্রসঙ্গে বলেছেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশে সকলের মত অমত থাকলেও এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে। কে কোন দল গঠিত হল সেটা বড় বিষয় নয়। বিএনপির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে তিনি এ দল উন্নয়নের পক্ষে, শান্তির পক্ষে কাজ করার আহবান জানান। একইসাথে তিনি অতীতের মত ধ্বংশাত্মক ও সহিংস কার্যকলাপ থেকে বিরত থাকারও আহবান জানান। আজ সোমবার সকালে কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহের মাঠে ঈদুল আযহা নামাজ শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। ্এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...