কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাজিতার হাতে চাচা খুন হয়েছেন। আজ রোববার বিকেল ৫টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামে ভাতিজা মাসুদ (৪০) তার চাচা বাদশা প্রামানিক (৬০) কে ধারাল অন্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করেছেন। নিহত বাদশা প্রামানিক একই এলাকার ভাদু প্রামানিকের ছেলে এবং তিনি পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে বাড়ির জমি নিয়ে চাচা ও ভাতিজার মধ্যে বিরোধ চলে আসছিল। এনিয়ে আজ বিকেলে চাচা-ভতিজার মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ভাতিজা মাসুদের ঘরে থাকা ধারালো বটি দিয়ে চাচা বাদশাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ নিহত বাদশার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
হত্যার ঘটনার বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ সোহেল রানা জানান, ভাতিজার হাতে চাচা খুন হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।