• আপডেট টাইম : 15/06/2024 01:40 PM
  • 225 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার মিরপুরে মিম (২০) নামে এক নববধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের রামনগর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধু একই গ্রামের সুজন আলীর স্ত্রী।
নিহত মিমের পিতা শাজাহান মোল্লা জানান, ৪ মাস আগে সুজনের সাথে বিয়ে হয় মিমের। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মিমের ওপর নির্যাতন করতে থাকে পরিবারের লোকজন। শুক্রবার রাতে ১ লক্ষ ৭০ হাজার টাকা যৌতুকের দাবিতে মিমকে শারীরিক ও মানুষিক নির্যাতন করে ¯^ামী সুজনসহ তার পরিবারের লোকেরা। এক পর্যায়ে মিমকে জোরে ধাক্কা দিলে ঘরের দেওয়ালে আঘাত লেগে তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত নববধু মিমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনালের হাসপাতালের মর্গে প্রেরণ করে।
গৃহবধুর মিমের মরদেহ উদ্ধারের বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...