কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ২০ বোতল ফেনসিডিল সহ মো. আশিক রহমান (২৪) নামে একজন মাদক কারবারী আটক হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টায় সদর উপজেলার ট্রমা সেন্টার এ্যান্ড স্পেশালাইজড হাসপাতাল এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সহ তাকে আটক করা হয়। সে মিরপুর উপজেলার কুশাবাড়িয়া গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে।
র্যাব সূত্র জানায়, মাদক ক্রয় বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল কুষ্টিয়া সদর উপজেলার ট্রমা সেন্টার এ্যান্ড স্পেশালাইজড হাসপাতাল এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ২০ বোতল ফেনসিডিল (যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা) সহ মাদক কারবারী মো. আশিক রহমানকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় মাদক ক্রয় বিক্রয় করে আসছিল বলে র্যাবের জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে।
আটক মাদক কারবারী মো. আশিক রহমান বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় মামলা দায়ের করেছে র্যাব।