কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১২ জুন বুধবার সকালে দৌলতপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৃথক ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা সিদ্দিকা ও এমপি পুত্র এমরান চৌধুরী কলিংস।
খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চিলমারী ইউনিয়নের চর ভবানন্দদিয়াড় সরকারী প্রাথমিক বিদ্যালয় রিফাইতপুর ইউনিয়নের রিফাইতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ ফিলিপনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে উভয় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়ারদে হাতে পুরুস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও অতিথিবৃন্দ।