কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ২১ হাজার পিস ভারতীয় আতশবাজি ও একটি মোটরসাইকেল সহ মো. ইয়ামিন (৩৯) নামে একজন চোরারকারবারী আটক হয়েছে। আজ রোববার দুপুর ১২.২৫টার সময় উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আতশবাজি ও চোরাচালান কাজে ব্যবহৃত মোটরসাইকেল সহ তাকে আটক করা হয়। সে দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের বড়গাংদিয়া আব্দুলপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ ধর্মদহ বিওপি’র নয়েব সুবেদার মো. নজরুল ইসলামের বিজিবি’র টহল দল ১৪৭/১১-এস সীমান্ত পিলার হতে মাত্র ২০০গজ বাংলাদেশ অভ্যন্তরে ধর্মদহ বাজারে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় ২১ হাজার পিস ভারতীয় আতশবাজি ও চোরাচালান কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ মো. ইয়ামিনকে আটক করা হয়। পরে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।