কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে র্যাবের অভিযানে ৪৭ বোতল ফেনসিডিল সহ হৃদয় হোসেন (১৯) একজন মাদক কারবারী আটক হয়েছে। শনিবার সন্ধ্যা ৬.৫০টায় উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া গ্রামে অভিযাান চালিয়ে মাদক তাকে আটক করা হয়। আটক মাদক কারবারী একই গ্রামের মুহুর সদ্দারের ছেলে।
র্যাব সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ৪৭ বোতল ফেনসিডিল সহ মাদক কারবারী হৃদয় হোসেনকে আটক করে র্যাব। আটক মাদক কারবারী দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানায় মাদক ব্যবসা ও মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে র্যাবের জিজ্ঞাসাবাদে সে জানায়। পরে উদ্ধার করা মাদকের মূল্য ১ লক্ষ ৪১ হাজার টাকা নির্ধারণ করে আটক মাদক কারবারী হৃদয় হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।