• আপডেট টাইম : 03/02/2024 08:27 PM
  • 201 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মকবুল হোসেন (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার ৩ ফেব্রুয়ারিদুপুরে মিজমিজি এলাকায় এ ঘটনা ঘটেছে।


নিহত মকবুল হোসেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।

পুলিশ জানায়, শনিবার ওই এলাকার প্রবাসী মোকলেছুর রহমানের নির্মাণাধীন ভবনের বিদ্যুতের কাজ করার সময়ে তিনি বিদ্যুৎস্পষ্ট হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার আগেই মকবুল মৃত্যুবরণ করেন।


এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান নয়ন জানান, ঘটনার অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে গিয়েছি। মৃত ব্যক্তির পরিবার থেকে মামলার কোনো প্রস্তুতি নেওয়া হয়নি। জিজ্ঞেস করা হলে জানিয়েছেন তারা মামলা করবে না। তবে আমরা একটি অপমৃত্যু মামলা করেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...