• আপডেট টাইম : 24/01/2024 02:56 AM
  • 64 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

চাল ও ধানের বাজারে সিন্ডিকেট ও অনিয়ম রুখতে কুষ্টিয়া জেলা প্রশাসকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে দেশের অন্যতম বৃহত্তম চালের মোকাম খাজানগরে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে আইলচারা এলাকার গোল্ডেন রাইস মিলের গুদামে ধান ও চালের মজুদ খতিয়ে দেখার মাধ্যমে এ অভিযান শুরু হয়। ওই গুদামে বস্তায় ওজনে কম দেওয়ার কারনে মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বাংলাদেশ চালকল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশিদের মালিকানাধীন প্রতিষ্ঠান রশিদ এগ্রোফুড পরিদর্শন করেন অভিযানে নেতৃত্বদানকারী সদস্যবৃন্দ। এরপর দুপুর ২টার দিকে বড় চালকল আব্দুল খালেক এগ্রোফুডে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের প্রথমদিন তিনটি মিলে অভিযান পরিচালনা করা হয় বলে জানান জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা। তিনি বলেন, অভিযান অব্যাহত থাকবে, দর আপাতত নির্ধারন করে দেওয়া হয়েছে। দরের বাইরে কেউ চাল বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ওজনে কম দেওয়া, অবৈধ চাল ও ধানের মজুদ প্রতিনিয়িত খতিয়ে দেখা হবে। কোন অনিয়ম পেলে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ধান ও চালের বাজার কমতে শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন। অভিযানে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক ড. হায়াত মাহমুদ ও আইন শৃক্সখলা বাহিনীর সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...