• আপডেট টাইম : 23/01/2024 02:21 PM
  • 207 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

চট্টগ্রাম মহানগরীর জামাল খান এলাকায় একটি ভবনের এসি (শীতাতপ যন্ত্র) খোলার সময় সাত তলা থেকে পড়ে রাজীব দাশ (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে কোতোয়ালী থানাধীন জামাল খান সড়কের ইক্যুইটি মিলেনিয়াম নামের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজীব দাশ চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন ধর্মপুর গ্রামের মনোরঞ্জন দাশের ছেলে।


কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, অনুমোদন ছাড়া বানানো ভবনের কিছু অংশ ভেঙে ফেলছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এসময় ভবনের বাইরে দড়িতে ঝুলে এসি খুলছিলেন রাজীব। হঠাৎ দড়ি ছিঁড়ে নিচের খালে পড়ে যান তিনি।

পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই সেলিম মিয়া জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...