• আপডেট টাইম : 16/09/2023 04:41 PM
  • 72 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

নির্মাণাধীন ভবন থেকে পড়ে পলাশ রায় ২৩ নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার ১৬ সেপ্টেম্বরসকাল সাড়ে ৮টার দিকে নরসিংদীর পুরাতন বাসস্ট্যান্ডের পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের দুলাভাই কেশোর রায় বলেন, নির্মাণাধীন ১৩ তলা ভবনে কাজ করার সময় পলাশ ওপর থেকে নিচে পড়ে যান। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল নিলে অবস্থার অবনতি হয়। এরপর তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত পলাশের গ্রামের বাড়ি দিনাজপুরের খানসামা থানা জোয়ার কালির বাজার এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...